বাংলাদেশের চলচ্চিত্র জগতে নায়িকাদের সম্মানী নিয়ে নানা আলোচনা হয়ে থাকে। ঢাকাই সিনেমার নায়িকাদের পারিশ্রমিকের তারতম্য নির্ভর করে তাঁদের জনপ্রিয়তা, অভিনয়ের দক্ষতা ও অভিজ্ঞতার ওপর। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, কিছু নায়িকা ৩-৫ লাখ টাকা সম্মানী পেলেও, অনেকেই আছেন যারা ১০-১৫ লাখ বা তারও বেশি সম্মানী গ্রহণ করেন। কিছু ক্ষেত্রে এই অঙ্ক ২৮ লাখ পর্যন্ত পৌঁছেছে।
সাধারণত নতুনদের মধ্যে কারও সম্মানী মাত্র ৩ লাখ টাকা হলেও, দীর্ঘদিন কাজ করেও অনেকে পাচ্ছেন সর্বোচ্চ ৫-৭ লাখ টাকা। অন্যদিকে, কেউ কেউ ৩ লাখ টাকা দিয়ে শুরু করে এক দশকে তা ২৮ লাখ টাকায় উন্নীত করেছেন। তবে কিছু নায়িকার ক্ষেত্রে একসময় ১৫-২০ লাখ টাকা সম্মানী থাকলেও তা বর্তমানে কমে গেছে। এই পারিশ্রমিকের তারতম্য মূলত সিনেমার বাজেট, প্রযোজক ও পরিচালকের চাহিদা এবং নায়িকার জনপ্রিয়তার ওপর নির্ভর করে।
বর্তমানে ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা পরীমনি সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণ করেন। ১০ বছর ধরে চলচ্চিত্রে কাজ করা এই অভিনেত্রী প্রথমে নাটকে অভিনয় করলেও, পরে চলচ্চিত্রে নিজের অবস্থান দৃঢ় করেছেন। তাঁর প্রথম ধারাবাহিক নাটক ছিল ইদ্রিস হায়দারের ‘সেকেন্ড ইনিংস’, যেখানে তিনি ২৬ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন। এরপর তিনি ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ৩ লাখ টাকা সম্মানী পান।
পরীমনির জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁর সম্মানীর পরিমাণও বেড়েছে। দেশের বিভিন্ন সিনেমায় কাজ করার পাশাপাশি তিনি কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন। ঢাকাই চলচ্চিত্রে তিনি সর্বোচ্চ ২২ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’ সিনেমার জন্য। এছাড়াও, আরও কিছু সিনেমায় একই পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন তিনি। তবে প্রযোজক ও পরিচালকের সঙ্গে সমঝোতা করে কিছু সিনেমায় তিনি তুলনামূলক কম পারিশ্রমিকেও কাজ করেছেন।
দেশের বাইরে কাজ করতে গিয়ে পরীমনির সম্মানী আরও বৃদ্ধি পেয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি সর্বোচ্চ ২৮ লাখ টাকা পেয়েছেন। মাতৃত্বকালীন বিরতির পর তিনি ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরেন, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন সোহম। কলকাতায় মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি সর্বোচ্চ ২৮ লাখ টাকা পারিশ্রমিক গ্রহণ করেছেন।
পরীমনি সর্বশেষ ‘গোলাপ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন নিরব। সাম্প্রতিক সময়ে মাতৃত্বের কারণে কিছুটা বিরতিতে থাকলেও, তিনি ধীরে ধীরে চলচ্চিত্রে ফিরছেন এবং তাঁর সম্মানীও নির্দিষ্ট মাত্রায় স্থিতিশীল রয়েছে।