বিশ্বের শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মাত্র ৩ টি

Posted by on in অন্যান্য 0
1st Image

বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্থান না পাওয়া নিয়ে বিভিন্ন সময় নানা সমালোচনা হয়। তবে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) পৃথিবীর শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১০০০ এর মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের ৩ বিশ্ববিদ্যালয়।

৩ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৯১ থেকে ৭০০ অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) , ৮০১ থেকে ৮৫০ অবস্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ৮৫১ থেকে ৯০০ অবস্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ আছে।
এ তালিকায় বিশ্বের সেরা তিন বিশ্ববিদ্যালয় হলো এমআইটি, ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেরা ১০ এর মধ্যে এশিয়ার একটি মাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর রয়েছে ৮ম অবস্থানে।

অন্যদিকে, সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের ৪৫টি ও পাকিস্তানের ১৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।

বিভাগভিত্তিক র‍্যাংকিংয়ের ক্ষেত্রে কলা ও মানবিক বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশের ১টি মাত্র বিশ্ববিদ্যালয়। এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানে ৫০১ থেকে ৫৫০ এর মধ্যে । এই বিভাগে সেরা তিন বিশ্ববিদ্যালয় হলো হাভার্ড, ক্যামব্রিজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, এই তালিকায় ভারতের ৬টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। প্রকৌশল ও প্রযুক্তি বিভাগে বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বুয়েট ৩০৫ তম অবস্থানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৫০০ থেকে ৫৫০ অবস্থানের মধ্যে রয়েছে। এই বিভাগে সেরা তিন বিশ্ববিদ্যালয় হলো এমআইটি, স্ট্যানফোর্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।