গাজার পূর্ব সীমান্তের ৯০ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত- জাতিসংঘ

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার (UNOSAT) থেকে স্যাটেলাইট চিত্রের প্রাথমিক বিশ্লেষণ থেকে জানা যায়, গাজার পূর্ব সীমান্তে অবস্থিত প্রায় ৪০০০ টি ভবনের প্রায় ৯০ শতাংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ করে জাতিসংঘের সর্বশেষ মানবিক আপডেটে বলা হয়েছে, "স্যাটেলাইট চিত্র থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আর্মিস্টিস ডিমার্কেশন লাইনের পশ্চিমে গাজা উপত্যকার সীমানা বরাবর এক কিলোমিটার বিস্তৃত জমির মধ্যে ক্ষতিগ্রস্থ এবং ধ্বংস হওয়া ভবনের সংখ্যায় বৃদ্ধি পেয়েছে।"

গাজায় ধ্বংস হওয়া ভবন 

২৯ ফেব্রুয়ারিতে তোলা স্যাটেলাইট চিত্র হতে দেখা যায়, ৪০৪২ টি ভবনের মধ্যে ৩০৩৩ টি ধ্বংস হয়েছে, ৫৯৩ টি গুরুতর বা মাঝারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪১৬ টি ভবনের দৃশ্যমান কোন ক্ষতি হয়নি। এর বিপরীতে, ১৫ ই অক্টোবর, ২০২৩ পর্যন্ত এই ভবনগুলির মধ্যে মাত্র ১৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।