ড. ইউনূসের স্থায়ি জামিনের আবেদন বাতিল করেছে আদালত
টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের স্থায়ী জামিনের আবেদন না-মঞ্জুর করেছেন আদালত। জানা যায় বেলা ১১টায় শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনূস উপস্থিত হবার পূর্বেই শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থায়ী জামিন আবেদন করেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তবে ওই মামলায় ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ বাড়িয়ে আগামী ২৩ মে পর্যন্ত জামিন বহাল রেখেছে আদালত।
ড. ইউনূস সাথে অন্য তিন বিবাদী গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান আদালতে উপস্থিত ছিলেন। আগামী ২৩ মে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলে ১৬ এপ্রিল শ্রম আপিল ট্রাইব্যুনালের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ আউয়াল এ আদেশ দেন।
এর আগে ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা শ্রম আইন লঙ্ঘনের মামলায় আদালত ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেন এবং আসামিদের আপিল করার শর্তে এক মাসের জামিন দেন।