প্রশিক্ষণ নিতে বাংলাদেশের ৫০ বিচারক যাচ্ছেন ভারতে

Posted by on in বাংলাদেশ 0
1st Image

আগামী মে মাসে অধস্তন বাংলাদেশ আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা প্রশিক্ষণের জন্য ভারত যাচ্ছেন বলে সম্প্রতি এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ একটি বিজ্ঞপ্তি দেয়। 

বিজ্ঞপ্তিতে জানা যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী ৬ থেকে ১৬ মে পর্যন্ত ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, ভূপাল ও একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৫০ জন বিচারক যথা সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহন করবেন। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, প্রশিক্ষণের সকল ব্যয় ভারত সরকার বহন করবে।

এর আগে ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশ সুপ্রিমকোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় যার উদ্দেশ্য ছিলো বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়ানো।এর পর থেকে পর্যায়ক্রমে ইতোমধ্যে অনেক বিচারক প্রশিক্ষণ নিয়েছেন।