'আমি অরবিন্দ কেজরিওয়াল, আমি জঙ্গি নই'- দিল্লির মুখ্যমন্ত্রী

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

জেল থেকে বসে ফের বার্তা পাঠালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার বলিউড বাদশা শাহরুখ খানের একটি সিনেমার সংলাপ ধার করে তিনি বললেন, ‘আমার নাম অরবিন্দ কেজরিওয়াল, আমি জঙ্গি নই।’

২১ মার্চ দিল্লির আবগারি মামলায় আটক করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বর্তমানা তাকে রাখা হয়েছে তিহাড় জেলে। সেখানকার দু’নম্বর সেলেই দিন কাটছে তার। মঙ্গলবার জেল থেকে হিন্দিতে এক বার্তাতে তিনি বলেন, ‘মেরা নাম অরবিন্দ কেজরিওয়াল হ্যায়, অর ম্যায় আতঙ্কবাদী নেহি হুঁ।’ যার বাংলা অর্থ, আমার নাম অরবিন্দ কেজরিওয়াল, আমি জঙ্গি নই।
কথাটির সাথে মিল পাওয়া যায় শাহরুখ খানের বিখ্যাত সিনেমা ‘মাই নেম ইজ খান’ এর একটি সংলাপের সাথে। ২০১০ সালের সেই ব্লকবাস্টার সিনেমার সংলাপ টি ছিল এমন—‘মাই নেম ইজ খান, অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট’। ১৪ বছর পর সেই সংলাপ ধার করে কারাগার থেকে হিন্দিতে এই বার্তা দিলেন তিনি।

তিহাড় থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান বলেন, 'জেলে কেজরির সঙ্গে কট্টর অপরাধীদের মতো ব্যবহার করা হচ্ছে। এমনকী তারা যে সমস্ত সুযোগ-সুবিধা পায়, তাও দেওয়া হচ্ছে না। এটা খুবই দুঃখের। কেজরিওয়ালের অপরাধ কোথায়? তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যেন, দেশের বিরাট কোনও জঙ্গিকে ধরেছে ওরা।'

এদিকে আম আদমি পার্টির (আপ) নেতা সঞ্জয় সিং জেলবন্দি কেজরিওয়ালের একটি বার্তা পড়তে গিয়ে তিনি বলেন, ‘জেলে কেজরিওয়ালের সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করা হচ্ছে। তাকে কাছের লোকের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। এটি স্পষ্টতই প্রতিহিংসার রাজনীতি।'