ইরান তার সার্বভৌমত্ব রক্ষা করে ভালোভাবেই পরিস্থিতি সামাল দিতে সক্ষম : চীন

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

চীন বলেছে, ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে সক্ষম বলে তারা বিশ্বাস করে, তাছাড়াও তারা মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও সক্ষম। ইসরায়েলি হামলার জেরে গত সপ্তাহান্তে ইসরায়েলে ইরানের বদলার প্রেক্ষাপটে  সিরিয়ার দামেস্কের ইরানি কনস্যুলেটে এসব কথা বলেছে চীন।

গত সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন যেখানে ইরানের অবস্থান সম্পর্কে ওয়াংকে ব্রিফ করেন আবদুল্লাহিয়ান। এছাড়া ওয়াং-ইকে আবদুল্লাহিয়ান জানান, ইরান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে অবগত। তেহরান সংযম চর্চায় আগ্রহী। আরও উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছাও ইরানের নেই।

গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ আরো কয়েকজন নিহত হন, যার বদলা হিসেবে গত শনিবার রাতভর ইরান ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যদিও এ হামলার বেশির ভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় বলে দাবি তেল আবিবের।