প্রচণ্ড গরমে বাড়ছে অসুখ-বিসুখ, ডায়রিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা
সারাদেশে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের মধ্যে সর্দি-জ্বর এবং পেটের পীড়াসহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। হাসপাতাল গুলোতে ডায়রিয়াসহ নানা ধরনের পানিবাহিত রোগীর উপস্থিতিও কম নয়। এসবের সাথে তীব্র গরমের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। জানা যায় এখন আইসিডিডিআর,বি’তে গড়ে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ডায়রিয়ার রোগী আসছেন, হাসপাতাল জানায় প্রতি ঘণ্টায় গড়ে ১৫ জন রোগী ভর্তি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন সামনে যদি গরম বাড়ে এবং ঈদে বাড়িফেরা মানুষ এই শহরে ঢুকলে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।
চিকিৎসকদের মতে, রাজধানীসহ সারা দেশ প্রচণ্ড দাবদাহের ফলে ছোট বড় সবাই গরমে কাবু হচ্ছে। আর তাতে শরীরে পানির চাহিদা বেড়ে যাচ্ছে। এর ফলে পানির মাধ্যমে সহজে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। শিশুদের ক্ষেত্রে “অতিরিক্ত গরমে যার প্রচুর ঘামছে, তাতে তৈরি হচ্ছে পানিশূন্যতা” । চিকিৎসকগণ শিশুদের বাহিরে বের না হওয়া, বাহিরের পানি পান না করা সহ খাবারের বিষয়েও সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন।
চিকিৎসকরা জানান, প্রাপ্ত বয়স্ক কারো ডায়রিয়া হলে ১ প্যাকেট স্যালাইন পুরো আধা লিটার পানিতে গুলিয়ে খেতে হবে।আর যদি ১০ বছরের বেশি বয়সী কারো ডায়রিয়া হয় তাহলে প্রতিবার পায়খানার পর ১ গ্লাস বা ২৫০ মিলিলিটার খাবার স্যালাইন অবশ্যই খেতে হবে। শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে প্রতিবার পায়খানার পর শিশুর যত কেজি ওজন তত চা-চামচ বা যতটুকু পায়খানা হয়েছে আনুমানিক সেই পরিমাণ খাবার স্যালাইনের পানি খাওয়াতে হবে।