রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা অভিমুখী ট্রেন যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত

Posted by on in বাংলাদেশ 0
1st Image

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে মাছের আড়তের সামনে ঢাকা অভিমুখী আন্তঃনগর ‘যমুনা এক্সপ্রেস’ লাইনচ্যুত  হয়। জানা যায়, ট্রেনটি জামালপুর থেকে ঢাকায় আসছিল। 

ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে এক লাইন দিয়ে চলাচল করছে ট্রেন।ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। এখন একটি লাইন দিয়ে ট্রেন চলছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।