মিয়ানমার থেকে পালিয়ে আরও ৪৬ বিজিপি সদস্যর বাংলাদেশে আশ্রয়
বর্তমান মিয়ানমারের আরাকান আর্মি এবং রাখাইন রাজ্যে জান্তা সরকার মধ্যে চলমান সঘর্ষে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের আরও ৪৬ জন সেনা ও সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য।গত মঙ্গবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে বলে জানা যায়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম আজ বুধবার সকালে জানান যে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের অস্ত্র জব্দ করে তাদের হেফাজতে নিয়েছে। তিনি আরও বলেন, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সেনাবাহিনী ও ইমিগ্রেশন কর্মকর্তাসহ এ নিয়ে মিয়ানমারের মোট ২৬০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বিজিবির এক সূত্রে জানা যায়, পালিয়ে আসা সদস্যদের ১১ বিজিবির পরিচয় শনাক্তের পাশাপাশি তথ্যভাণ্ডার তৈরির কাজ চলছে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাদের আঙুলের চাপসহ ডেটাবেজ তৈরির কাজ শুরু করা হবে। বর্তমান তারা একাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।
এর আগে চলতি বছরের শুরুতে ৩৩০ জন বিজিপি সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদেরকে বিজিবি আশ্রয় দেয় এবং পরে ১৫ ফেব্রুয়ারি দেশটি কক্সবাজার নৌ-সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।