সাপের ভয়ে সৃজিতের বাড়িতে ঢুকতে পারছেন না মিথিলা

Posted by on in বিনোদন 0
1st Image

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি কে বিয়ে করেছেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ে করে কলকাতায় সংসারও পেতেছেন। যে বাড়িতে মিথিলা-সৃজিতের বসবাস, সেই বাড়িতে বেশ কিছুদিন ধরে একের পর এক সাপ এনে তুলছেন সৃজিত। এ নিয়ে শুরুতে বাধা দেননি সৃজিতপত্নী মিথিলা। কিন্তু সাপের সংখ্যা বেড়ে যাওয়ায় এখন একটু দুশ্চিন্তাতেই ভুগছেন তিনি।


সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ঝিলাম গুপ্তাকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দুশ্চিন্তার কথা জানিয়েছেন । অভিনেত্রী জানান, সম্প্রতি কলকাতায় নিজের ছবি ‘ও অভাগী’র প্রচারে গিয়েছিলেন। এরপর বাড়ি ফিরে দেখেন সেখানে একটা নয়, মোট ৪টি পাইথন। যা দেখে চমকেই গিয়েছিলেন তিনি। ভয়ও পেয়েছিলেন।

রাফিয়াত রশিদ মিথিলা
তিনি বলেন, 'আমার বর সৃজিতের সাপ খুবই পছন্দের প্রাণী। বাড়িতে চারটি পাইথন আছে। প্রথমে একটা ছিল, তারপর হলো চারটি। এখন শুনছি আরও আসবে। প্রথমে যখন একটা ছিল, তখন ভয়ের কারণ ছিল না। এরপর এটা যখন আটটি হবে, সেটা তো ভয়ের কারণ হবেই।'


সাপের ভয়েতেই এখন বাড়ি ঢুকতে পারছেন না বলে জানান মিথিলা। এদিকে মিথিলা কন্যাও সাপকে ভয় পায়। বাড়িতে সাপ পোষার বিষয়ে জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমাদের বিল্ডিংটার নাম শিশির বিল্ডিং। এখন তো মনে হচ্ছে এটা সরীসৃপ বিল্ডিং হয়ে যাবে।’