তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে গুঞ্জন, মুখ খুললেন দীঘি
দর্শকদের আগ্রহের শেষ নেই চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে। তাকে নিয়ে আলোচনা-সমালোচনা চলে বছরজুড়েই । এই ঈদে দীঘির সিনেমা মুক্তি না পেলেও আলোচনা চলছে তার প্রেমের গুঞ্জন নিয়ে। অনেকদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছে ইউটিউবার তৌহিদ আফ্রিদি ও চিত্রনায়িকা দীঘির। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে এই বিষয়ে স্পষ্ট কথা তুলে ধরেন প্রার্থনা ফারদিন দীঘি।
আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে দীঘি বলেন, 'সম্পূর্ণ মিথ্যা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।'
এসময় দীঘি আরও বলেন, 'সোশ্যাল মিডিয়াতে সবারই আপস অ্যান্ড ডাউন হয়। সেখানে নেগেটিভ ভাইব থাকলেই যে বসে থাকব, এমন কিছু নয়। পরিচালকেরা তো আমাকে নিয়ে কাজ করছেন।'
এর আগেও তৌহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে দীঘি বলেছিলেন, 'তৌহিদ আফ্রিদি আমার খুব ভালো ফ্রেন্ড। ওর সঙ্গে আমার তুই তুকারি সম্পর্ক। যদিও আমাদের দেখা কম হয়েছে। আমি যখনই ওকে ফোন দেই, ও ফোন ধরে আগে আমাকে তুই বলে একটা গালি দেয়। ওর সঙ্গে আমার এরকম একটা সম্পর্ক। সো, ফ্রেন্ডের চেয়ে বিশেষ কিছু হওয়ার প্রশ্নই ওঠে না।'
অন্যদিকে তৌহিদ আফ্রিদি দীঘিকে বরাবরই নিজের বন্ধু বা 'ছোট বোন' বলে মন্তব্য করে এসেছেন।