ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো জোভানের ‘রূপান্তর’
ঈদে উপলক্ষে প্রতিবছরের মত এবারেও একাধিক নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে তার অভিনীত ‘রূপান্তর’ নাটক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বেশ আলোচনা ও সমালোচনা। নেটিজেনরা অভিযোগ এনেছেন, নাটকটির মাধ্যমে নাকি দেশে ‘ট্রান্সজেন্ডার সংস্কৃতি’ প্রমোট করা হচ্ছে।
রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকটিতে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করেছেন জোভান। নাটকটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়ে। ফলস্বরূপ, আজ মঙ্গলবার (১৭ এপ্রিল) প্রযোজনা প্রতিষ্ঠান একান্ন মিডিয়া ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নিয়েছে।
এদিকে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘ইউটিউবে নেতিবাচক মন্তব্য থেকে হয়তো অনেকে চ্যানেলটিকে রিপোর্ট করছিল। তাই হয়তো তারা সরিয়ে নিয়েছে। এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না। এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে।’
এদিকে নাটকটিতে অভিনয়ের কারণে জোভানের বিরুদ্ধেও দেওয়া হয়েছে বয়কটের ডাক। এ বিষয়ে জানতে চাইলে দেশের একটি সংবাদমাধ্যমকে জোভান বলেন, 'আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এত সমালোচনা হচ্ছে। নাটকটির ভিউ নব্বই হাজার হয়েছিল। কিন্তু বাকি মানুষ তো দেখেনি। আমার কাছে মনে হয় তারা নাটকটি না দেখেই সমালোচনা করছে। এ নিয়ে ঘোরের মধ্যে রয়েছি আমি। বুঝতে পারছি না ঠিক কী হচ্ছে।'