আবারো পূর্বাভাস আইএমএফের, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৫.৭
গত মঙ্গলবার (১৬ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে আইএমএফের সদর দফতরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেয়া হয়। সেখানে আগামী দুই বছরে মূল্যস্ফীতিও ৬ শতাংশে নেমে আসার প্রত্যাশা করছে বলে জানায় সংস্থাটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ৫ দশমিক ৭ শতাংশ করেছে বলে জানা যায়।
তাছাড়া সংস্থাটির সর্বশেষ প্রতিবেদন থেকে জানা যায় মোট দেশজ উৎপাদন (জিডিপি) সরকারের প্রত্যাশা অনুযায়ী না বেড়ে উল্টো বছর শেষে মূল্যস্ফীতির চাপ আগের চেয়ে বাড়তে পারে বলে তাদের ধারণা। আইএমএফ তাদের পূর্বাভাসে স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জসহ ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, নিম্ন রেমিট্যান্স প্রবাহ এবং শিল্প বিনিয়োগের লক্ষ্যমাত্রা হ্রাসের বিষয়গুলো তুলে ধরেছে।
এদিকে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কম হলেও আইএমএফের বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, দেশের অর্থনীতি নিয়ে চিন্তার কিছু নেই, ভালো হচ্ছে প্রবৃদ্ধি।তিনি মূল্যস্ফীতিতেও মানুষের স্বস্তির কথা জানান। এদিকে চলতি মাসের শুরুর দিকে বিশ্বব্যাংক জানিয়েছে, বেসরকারি ভোগ কমে যাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন প্রবৃদ্ধির মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে ধারণা করা হচ্ছে ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি ৫ দশমিক ৬ শতাংশ পর্যন্ত প্রসারিত হবে।