টঙ্গী বাজারে আগুনে পুড়লো ১২ গুদাম, কোটি টাকা ক্ষতির আশঙ্কা
বুধবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে গাজীপুরের টঙ্গী বাজারে একটি মার্কেটে আগুন লেগে খাদ্যপণ্যের ১২টি গুদাম পুড়ে যায় । এসব গুদামে চাল, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাইকারিতে বিক্রি করা হতো। খবর পেয়ে ঘটনাস্থলে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা যায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকটি গুদামে আগুন লাগে।তারপর ফায়ার সার্ভিস আসলে ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার জানান আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিপুল পরিমাণ মুদি মালামাল পুড়ে যায় এবং প্রায় কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রথমে ত সাড়ে ১১টার দিকে টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে অবস্থিত কয়েকটি গুদামে আগুন লাগে সেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত ছিল তারা প্রথমে আগুন নয়ন্ত্রনে আনার চেষ্টা করে।পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তাৎক্ষণিক আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে আগুনে সর্বহারা এখন অনেক ব্যবসায়ি।