তীব্র গরমে স্কুল বন্ধের ঘোষণা মমতার
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় তীব্র গরম পড়েছে। গরমের তীব্রতায় বেলা ১১টার পর থেকে বের হওয়া যাচ্ছে না এ ব্যপারে সরকারি ঘোষণা না হলেও বেলার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়তে থাকে। দক্ষিণের জেলাগুলোতে পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে যার ফলে সেখানে তাবপ্রবাহের ঘোষণা দেয়া হয় অন্যদিকে পশ্চিমের জেলাগুলোতে বৈশাখের শুরুতেই তাপমাত্রা ৪২ ডিগ্রিতে। ফলে তীব্র দাবদাহে জ্বলছে মানুষ।
তীব্র দাবদাহের ফলে স্কুলে গরমের ছুটি এগোলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা ২২শে এপ্রিল থেকে কার্যকর হবে। অন্যান্য সময় মে মাস থেকে গরমের ছুটি পড়লেও এবার গরমের তীব্রতা বাড়তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তাছাড়া তিনি বেসরকারি স্কুলগুলোতেও ২২ তারিখ থেকে ছুটি ঘোষণা দেয়ার অনুরোধ জানান।
রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন সূত্রে জানা যায় ছুটির বিষয়ে (১৬ এপ্রিল) নবান্নে মুখ্যসচিব বিপি গোপালিকের নেতৃত্বে একটি বৈঠক ডাকা হয় । তারপরই মুখ্যমন্ত্রী গরমের ছুটির বিষয়ে বুধবার এই সিদ্ধান্ত নেন । এরপর বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন।