ভোজ্যতেলের দাম কমলো খুচরা বাজারে, বাড়লো বোতলজাতে

Posted by on in অর্থনীতি 0
1st Image

আজ বৃহস্পতিবার থেকেই  ট্যারিফ কমিশনের নির্ধারিত ভোজ্য তেলের নতুন দাম কার্যকর হবে। খুচরা লিটারপ্রতি ২ টাকা হ্রাস এবং বোতলজাত তেলে লিটারপ্রতি ৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। “ভোজ্যতেল সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এ দাম সমন্বয় করা হয়েছে” বলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আজ (১৮ এপ্রিল) একথা জানান।

তিনি আরো বলেন, তেলের ট্যাক্স ১৫ থেকে ১০ শতাংশ করা হয়েছিল যার জন্য দাম কমানো হয়েছিলো। তবে বাজারে যাতে প্রভাব না পড়ে এজন্য দ্রুত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে বোতলজাত তেলে লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা এবং খোলা বাজারে লিটারপ্রতি ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।তবে  ৮০০ থেকে ৮১৮ টাকা ৫ লিটারের বোতল এবং সুপার পামওয়েল ১৩৫ টাকা লিটারে বিক্রি করার জন্য তিনি বলেন।

প্রতিমন্ত্রী জানান, বোতলজাতে তেলের দাম  বাড়ানোর পেছনে কারণ ছিলো সাপ্লাই চেইন ঠিক রাখা তবে মুল্যস্ফীতির জন্য আগামী বাজেটে একটি প্রতিফলন থাকবে। টিটু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন খাদ্যপণ্য আমদানির জন্য বিকল্প বাজার খুঁজতে।এবিষয়ে খোঁজ নিয়ে শিগগিরই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে জানানো হবে।