ইরানে আজ সারাদিন যা হলো, সর্বশেষ যা জানা গেল

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

আজ শুক্রবার ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশ একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানান। এক সপ্তাহের কম সময় আগে গত শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলে সরাসরি হামলা চালায় ইরান। যেখানে ৩০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়া হয়। সেই হামলার প্রতিশোধ হিসেবে আজ শুক্রবার ইস্পাহান প্রদেশ হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যমগুলোতেও এ কথা স্বিকার করেছে।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে যে ক্ষেপণাস্ত্র হামলা হয় তাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। যার প্রতিশোধ হিসেবে ইরান গত শনিবার রাতে ইসরায়েলে হামলা চালায়।

ইরানের বার্তা সংস্থা ফারসের খবরে বলা হয়, দেশটির ইস্পাহান প্রদেশের উত্তর-পশ্চিমের শেকারি সেনা বিমানঘাঁটির কাছে ‘তিনটি বিস্ফোরণের শব্দ’ শোনা গেছে। যেখানে বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।তবে ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি বলে ইরানের গণমাধ্যম জানান। 

যদিও মার্কিন গণমাধ্যমের বেশ কয়েকটি খবরে বলা হয়, ইসরায়েলের এই হামলার বিষয়ে আগাম নোটিশ পেয়েছিল ওয়াশিংটন। তবে ইসরায়েলের এই হামলাকে সমর্থন করেনি যুক্তরাষ্ট্র। কিংবা হামলা বাস্তবায়নে কোনো প্রকার ভূমিকাও রাখেনি।

আরও জানা যায়, ইরানের অভ্যন্তরে ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু পারমাণবিক স্থাপনা ছিল না এবং ইস্পাহান প্রদেশে অবস্থিত পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ নিরাপদ আছে। এরই সাথে বারবার বিদেশ থেকে ইরানে হামলার সকল খবর ভুয়া বলে দাবি করছে ইরানি গণমাধ্যমগুলো। আজ দেশটির বেশ কয়েকটি শহরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয় বলেও খবর পাওয়া যায়।