তীব্র তাপপ্রবাহ, ৩ দিনের হিট অ্যালার্ট জারি

Posted by on in বাংলাদেশ 0
1st Image

আবহাওয়া অধিদপ্তর দেশ জুড়ে আগামী ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে বলে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানা যায়। সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ পর্যবেক্ষণের পর এই আ্যলার্ট জারি করা হয়। আবহাওয়া অধিদপ্তর আরো জানায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

চুয়াডাঙ্গায় টানা ৩ দিনে তীব্র তাপ প্রবাহে শুক্রবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যার ফলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সর্তর্ক করে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করছে।

চুয়াডাঙ্গা পাশের জেলা মেহেরপুরেও তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। দিন ও রাতের তাপমাত্রায় তেমন পার্থক্য না থাকায় এখন অতিষ্ঠ এ অঞ্চলের জনজীবন।