পাগলা মসজিদের লোহার দানবাক্সে ২৭ বস্তা টাকা, চলছে গণনা

Posted by on in অন্যান্য 0
1st Image

 

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়।  ৯টি লোহার দানবাক্স থেকে পাঁচ মাস পর ২৭ বস্তা টাকা পাওয়া যায়।

মসজিদের টাকা গণনায় ৯৮ জন মাদ্রাসার ছাত্র ৯ জন শিক্ষক ৭০ জন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ১০ জন আনসার সদস্য অংশগ্রহণ করেছে বলে জানা যায়। মসজিদের মেঝেতে চলছে গণনা কার্যক্রম। সাধারণত প্রতি তিনমাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও এবার রমজান মাসের কারণে পাঁচ মাস পর খোলা হয়েছে, দানবাক্স থেকে টাকা ছাড়াও এবার স্বর্ণ, রুপা, রিয়েল, রিংগিত, ডলার পাওয়া গেছে। সারাদিন গণনার পর রাতে এর পরিমাণ জানা যাবে।

এর আগে গত ৯ ডিসেম্বর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলে সেখান থেকে ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া যায়। যার গণনার কাজ শুরু হয় সকাল ৭টায় এবং শেষ হয় রাত সাড়ে ১০টায়।

মসজিদটির খতিব মাওলানা আশারফ উদ্দিন

জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পাগলা মসজিদের নাম ব্যবহার করে একটি প্রতারকচক্র বিভিন্নভাবে দানের টাকা পৌঁছে দেওয়া, মসজিদের উন্নয়নের জন্য দান করার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষদের সতর্ক থাকতে হবে বলে তিনি পরামর্শ দেন।