যে কারণে ব্যাংক একীভূত থেকে হঠাৎ পিছু হটলো কেন্দ্রীয় ব্যাংক

Posted by on in অর্থনীতি 0
1st Image

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক একীভূত সংক্রান্ত নীতিমালা ঘোষণা  করে, তবে সেই নীতিমালা প্রকাশের আগেই তিনটি ব্যাংক ও পরে দুটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয়। চাপ দিয়ে দুর্বল ১০ ব্যাংকের সঙ্গে সবল ১০টি ব্যাংকের মার্জ বা একীভূতকরণের পরিকল্পনা নিয়েও হঠাৎ করেই এই উদ্যোগ থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ উঠেছে নীতিমালা অনুযায়ী ব্যাংক একীভূত হওয়ার কথা স্বেচ্ছায়; কিন্তু সেখানে বাংলাদেশ ব্যাংক নিজেই এই নীতিমালা মানছে না।

ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা, খেলাপি ঋণ কমানো এবং কিছুটা সবল ব্যাংকের ওপর দুর্বল ব্যাংকের বোঝা চাপিয়ে একটি পথনকশা দেয়ার পর ব্যাংক একীভূত করার এই প্রক্রিয়া শুরু হয়। এই সিদ্ধান্তে উল্টো ব্যাংকগুলোর গ্রাহকদের আমানত তুলার হিড়িক পড়ে এবং ব্যাংকের পরিচালকসহ প্রভাবশালীদের চাপের মুখে কেন্দ্রীয় ব্যাংক শেষ পর্যন্ত পিছু হটার সিদ্ধান্ত নেয়। যেমন দেখা যায়, যখন বেসিক ব্যাংক সিটি ব্যাংকের একীভূত হবার খবর গণমাধ্যমে আসে তখন দেশের বড় বড় আমানতকারীরা চিঠি দিয়ে আমানত তুলে নেয়ার ইচ্ছা পোষণ করেছেন বলে জানান বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু মোহাম্মদ মোফাজ্জল।

যেমন দেখা যায় যখন বেসিক ব্যাংক সিটি ব্যাংকের একীভূত 

হবার খবর গণমাধ্যমে আসে তখন দেশের বড় বড় আমানতকারীরা চিঠি দিয়ে আমানত তুলে নেয়ার ইচ্ছা পোষণ করেছেন বলে জানান বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু মোহাম্মদ মোফাজ্জল। তিনি গণমাধ্যমকে বলেন, মার্জারের সিদ্ধান্তের ফলে গ্রাহকরা ডিপোজিট (আমানত) তুলে নেয়া শুরু করেছে বলে আমাদের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। 

এনবিএলের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংক আমাদের একীভূত করার সিদ্ধান্ত জানায়। কিন্তু আমাদের পরিচালনা পরিষদ এই সিদ্ধান্তকে সমর্থন করেনি। ফলে আমাদের ব্যাংক একীভূত হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।  এদিকে অর্থনীতিবিদরা বিদ্যমান পরিস্থিতিতে ব্যাংকগুলোর জন্য তাদের একীভূত হওয়ার অংশীদার বেছে নেয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করেন। তবে ‘বাধ্যতামূলক একত্রীকরণ সম্পর্কিত নীতিমালা’য় বলা হয়, দুর্বল ব্যাংককে ২০২৫ সাল থেকে বাধ্যতামূলক একীভূত করতে পারবে বাংলাদেশ ব্যাংক। 

ইতিমধ্যেই যে পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা আবু ফারাহ মো. নাসির বলেন, ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়াটি দীর্ঘ বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত এক্সিম ও পদ্মা ব্যাংকের সম্পদ ও দায় মূল্যায়নের জন্য অডিটর নিয়োগ করেছে এবং তাদের একীভূতকরণের প্রাথমিক অনুমোদনও দেয়া হয়েছে।  বাকি চারটি মার্জারের জন্য এ ধরনের কোনো প্রাথমিক অনুমোদন এখনো দেয়া হয়নি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, শুধু একীভূত করে ব্যাংক খাতকে ভালো করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন ঋণখেলাপি, দুর্নীতিবাজ ও অনিয়মে যুক্ত পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান।