ঈদে ছুঁটিতে ফাঁকা বাসায় চুরি করতেই জামিনে বের হয় তারা

Posted by on in বাংলাদেশ 0
1st Image

গত রোববার ডিএমপির লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মাহাবুব উজ জামান সংবাদ সম্মেলনে জানান, ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে ওঠে নানন চোর চক্র। মহানগরীর বাসিন্দারা যখন আপনজনের সাথে ঈদ করতে গ্রামে যান তখন চুরি উদ্দেশ্যই ঈদের আগে জামিনে বের হয় একটি চক্রের সদস্যরা। মামলার তদন্তে এমনই এক চোর চক্রের সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চকবাজার থানার ইসলামবাগে রাতভর অভিযান চালিয়ে এই চক্রের ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। যাদের মধ্য থেকে ৪ জনের বিরুদ্ধের আগরে মোট ৪৭ মামলা রয়েছে। জানা যায়, ঈদের সময় ফাঁকা বাসা হতে  তারা রেকি করে চুরি করে। আবার তাদের মূল টার্গেট থাকে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল এবং ল্যাপটপ।

এই চুরির পণ্য পরবর্তীতে তাঁতিবাজারে গিয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছে গিয়ে বিক্রি করে তারা। সেই ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।