মধ্য আফ্রিকায় এমপোকো নদীতে ফেরি ডুবি, ৫৮ জনের মৃত্যু

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফেরি ডুবির ঘটনায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। ফেরিটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন তাদের প্রায় সবাই অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন। ফেরিটি যখন রাজধানী বাঙ্গুইয়ের কাছে এমপোকো নদীতে তখন এই ঘটনা ঘটে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের ফলেই এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ফুটেজে দেখা যায়, ফেরি ডুবির পর লোকেরা নদীর তীরে পৌঁছানোর চেষ্টা করছেন বা পানিতে ঝাঁপ দিচ্ছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানায়, এইমাত্র যা ঘটেছে তা ছিল ভয়ঙ্কর। আমি এমন একটি পরিবারকে চিনি যারা এই ট্র্যাজেডিতে সাতজন আত্মীয়কে হারিয়েছে।

শনিবার স্থানীয় স্টেশন রেডিও গুইরার সাথে কথা বলার সময় নাগরিক সুরক্ষা প্রধান থমাস ডিজিমাসে বলেন, পানিতে তলিয়ে যাওয়া লোকের সংখ্যা সম্পর্কে আমরা স্পষ্ট জানি না তবে এখন পর্যন্ত উদ্ধারকারীরা পানি থেকে ৫৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।