বৈদ্যুতিক খুঁটি ফেলে ফতুল্লা সড়কে শ্রমিকদের অবরোধ
রোববার নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। ঢাকা-মুন্সিগঞ্জ শাসনগাও এলাকার অবন্তি কালার টেক্স লিমিটেড শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশ করে। আশেপাশের এলাকায় এবং ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে কমপক্ষে দুই কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খোজ নিয়ে জানা গেছে, গত মার্চের বকেয়া বেতনের দাবিতে সকাল সাড়ে ৯টা থেকে সড়কে বৈদ্যুতিক খুঁটি, বাঁশ ও কাঠ ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। সংবাদ পেয়ে ফতুল্লা থানা ও শিল্প পুলিশের একাধিক টিম ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরিস্থিতি সামাল দিতে কারখানা তিন দিন বন্ধ ঘোষণা করছে মালিকপক্ষ।
তবে এ বিষয়ে ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানি জানান, ‘শিপমেন্ট ঠিকমতো না হওয়ায় মার্চের বেতনটা দিতে পারিনি। আমরা আগামী বুধবারের মধ্যে সবার বেতন পরিশোধ করে দেবো।’