বোরকা পরে শপিং মলে গেলে ডিসকাউন্ট চান বুবলী
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী ব্যক্তিজীবনে সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়ে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন। এই ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মায়া: দ্য লাভ’ সিনেমা নিয়ে কথা বলতে দেশ টেলিভিশনে হাজির হয়েছিলেন এই সিনেমার জুটি রোশান ও বুবলী।
দুজনকে নিয়ে মজাচ্ছলে ‘হ্যাঁ’ ও ‘না’ বিভাগের আয়োজন করেন সঞ্চালক। এক পর্যায়ে সঞ্চালক প্রশ্ন করেন যে, ষ্টার হবে পর শপিং মলে গিয়ে কখনো ডিসকাউন্ট চাওয়া হয়েছে কি না। এর উত্তরে বুবলী বলেন, 'হ্যা, বোরকা পরা থাকলে ডিসকাউন্ট চাওয়া হয়।' আর বন্ধু না থাকায় রাতবিরাতে বাইরে যাওয়া হয় না বুবলীর। আর সে সময়টা ইউটিউবে রান্নার ভিডিও দেখে সময় কাটান অভিনেত্রী।
এছাড়াও সঞ্চালক আরও প্রশ্ন করেন, 'এমন কোনো সিনেমা আছে, যেটা শুধু টাকার কারণে করা হয়েছে?' এর উত্তরে দুজনেই বলেন, 'না, সিনেমা করার ক্ষেত্রে টাকা ও গল্প দুটোই মুখ্য ভূমিকা রাখে।'