‘দাদাগিরি’, ‘দিদি নাম্বার 1’, এর শুটিং সেটে ভয়াবহ আগুন
ভারতের জনপ্রিয় টিভি রিয়ালিটি শো ‘দাদাগিরি’, ‘দিদি নাম্বার 1’, ‘সারেগামাপা’র শুটিং সেটে ভয়াবহ আগুন লেগেছে। জানা যায়, প্রথমে স্টুডিওর মধ্যে দাঁড়িয়ে থাকা মেকআপ ভ্যানে আগুন লাগে। পরে সেই আগুন পাশের মেকআপ ভ্যানটিতেও ছড়িয়ে পড়ে। পাশে থাকা একটা টিনের শেডেও আগুন লেগে যায়।
সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজারহাটের ডিআরআর স্টুডিওতে এ আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, বিধ্বংসী এই আগুনে অল্প সময়ের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে দুটি মেকআপ ভ্যান। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেকআপ ভ্যানের এসি থেকেই এই আগুনের সূত্রপাত। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
আগুন লাগার বিষয়টি বুঝড় পর পরই স্টুডিওতে থাকা কর্মীরা পাশের জলাশয় থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্টুডিওর মেকআপ ভ্যান দুটি ভস্মীভূত হয়।
এদিকে ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।
এদিকে সোমবার থেকে এই স্টুডিওতেই শুটিং হওয়ার কথা ছিল ‘সারেগামাপা’র। এ বিষয়ে ‘সারেগামাপা’র পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস বাংলা’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কেবলমাত্র ফিরেছি দিল্লি থেকে, তাই এখনই কিছু বলতে পারব না।’