প্রচণ্ড গরম থেকে বাঁচতে হিট অফিসারের কিছু পরামর্শ

Posted by on in বাংলাদেশ 0
1st Image

এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তীব্র দাবদাহে জারি করা হয়েছে হিট এলার্ট। তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে দেশের কয়েকটি জেলায়। এদিকে ঢাকার গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি প্রায়। ফলে প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ঢাকা শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে নগর বন কার্যক্রম চালু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে এই কথা জানান তিনি। ২০২৩ সালের এপ্রিলে তাকে এই পদে নিয়োগ দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার।

প্রচণ্ড গরম থেকে বাঁচতে পরামর্শের বিষয়ে জানতে চাইলে বুশরা আফরিন বলেন, 'খুব সাধারণ কিছু পন্থা অবলম্বন করে আমরা নিজেদের ঝুঁকিমুক্ত রাখতে পারি। যেমন, বেশি বেশি পানি পান করা, ঢিলেঢালা পোশাক পরিধান করা, যথাসম্ভব ছায়ার মধ্যে থাকার চেষ্টা করা এবং অসুস্থ বোধ করলে বিশ্রাম নেওয়া বা বেশি খারাপ বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া।'
বুশরা আফরিন আরও বলেন, 'খাবার পানির সুব্যবস্থা ও ছায়াযুক্ত স্থান বাড়াতে সিটি কর্পোরেশন যথাসাধ্য চেষ্টা করছে। ‘কুলিং স্পেস’র ব্যবস্থা করার জন্য যেন পথচারীরা বিশ্রাম নেওয়ার সুযোগ পায়, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। যেন পথচারীরা বিশ্রাম নেওয়ার সুযোগ পান। আমাদের অবশ্যই আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে এগিয়ে আসতে হবে।'