বাড়ছে মৃত্যু, হিট এলার্ট বাড়লো আরও ৩ দিন

Posted by on in বাংলাদেশ 0
1st Image

দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গতকাল হিট-স্ট্রোকে মৃত্যু বেড়ে দাড়িয়েছে দশে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে জারি করা ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়ল। গত সোমবার আবারো এই ৭২ ঘণ্টার হিট এলার্ট জারি করেআবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদবলেন, আজ মঙ্গলবার এবং আগামীকাল আবারো তাপমাত্রা বাড়তে পারে। তাই সতর্কবার্তার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। এটি চলতি মাসে এ নিয়ে টানা তৃতীয় দফায় হিট এলার্ট। তবে এপ্রিলের শেষ সপ্তাহেও নতুন হিট এলার্ট জারি হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। 

তীব্র হিট ওয়েভ বা তাপপ্রবাহের কারণে গত রোববার ২৬ এপ্রিলের দিন বন্ধ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু তাপপ্রবাহের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। যেখানে নতুন ঘোষণা অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে স্কুল-কলেজ খুলবে।

চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশের কিছু জেলায় তাপপ্রবাহ বইতে শুরু করে। এরপর গত দুই সপ্তাহে তাপপ্রবাহ প্রায় সারা দেশেই ছড়িয়ে পড়েছে। এরপর থেকে দেশের ৪০টির বেশি জেলার বিভিন্ন স্থানে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত শনিবার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা ৪০ থেকে ৪২.৩ ডিগ্রির মধ্যেই অবস্থান করছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর এই হিট এলার্টের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেবে।

হিটস্ট্রোকে বেড়েছে মৃত্যু : গতকালও হিটস্ট্রোকে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিন দিনে ১০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। যার মধ্যে  রাজধানীর ঢাকা মেডিকেল নার্সিং কলেজের পেছনের রাস্তায় আব্দুল আওয়াল (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই রিকশাচালক রিকশা চালিয়ে এসে নার্সিং কলেজের পেছনে কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে অচেতন হয়ে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা হতে সব মিলেয়ে মোট ১০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।