যে যে ক্ষেত্রে বাড়ছে ট্রেনের ভাড়া, ৪ঠা মে থেকে হবে কার্যকর
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কদিন আগেই বাড়ানো হলো বিদ্যুতের দাম। এবার বাড়ানো হচ্ছে যাত্রীবাহী ট্রেনের ভাড়া। এর আগে ট্রেনের যাত্রীদের ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে গেলে ভাড়ার ক্ষেত্রে ছাড় (রেয়াত) দিতো বাংলাদেশ রেলওয়ে। গতকাল ২২এপ্রিল বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী গণমাধ্যমকে বলেন, আগামী ৪ঠা মে থেকে উক্ত ছাড় প্রত্যাহার করায় বাড়ছে সব প্রকার ট্রেনের ভাড়া।
ছাড় প্রত্যাহারের ফলে ভাড়া ২০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পাবে। যেমন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত শোভন শ্রেণির ভাড়া ৬০ টাকা, এসি স্নিগ্ধা শ্রেণির ভাড়া ১২০ টাকা এবং এসি (বার্থ) কামরার ভাড়া বাড়বে ২১৬ টাকার মতো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের এই প্রস্তাবনা পাস করেছেন, যা এই মাসের ১ তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। বাংলাদেশ রেলওয়ে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের যাত্রীবাহী ট্রেনে বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্তটি আগামী ৪ঠা মে থেকে কার্যকর করা হবে। যা গতকাল বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী গণমাধ্যমকে একই তথ্য নিশ্চিত করেন।