টিকার সময় স্বাস্থ্য রিপোর্ট লাগবে হজযাত্রীদের, আনতে হবে যা যা

Posted by on in বাংলাদেশ 0
1st Image

গত রোববার (২১ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায় এখন থেকে  টিকা নেওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হবে হজযাত্রীদের। সরকার নির্বাচিত মেডিক্যাল সেন্টারসমূহ থেকে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট সঙ্গে আনতে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।  

৩ মাসের মধ্যে সম্পন্ন হওয়া রিপোর্টগুলোর মধ্যে রয়েছে: ইউরিন আর/এম/ই, আরবিএস, এক্স-রে চেস্ট পিএ ভিউ, ইসিজি, সিরাম ক্রিটিনিন, সিবিসি উইথ ইএসআর, ব্লাড গ্রুপিং অ্যান্ড আএইচ টাইপিং। 

ঢাকার জেলার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহম্মদ আলী হাসপাতাল ও দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল সহ হজযাত্রীরা মোট ৮০টি স্বাস্থ্য সেবা ও টিকাদান কেন্দ্র হতে টিকা গ্রহণ করতে পারবে। 

হজযাত্রী ১৬১৩৬ নম্বরে যে কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারবে।