সিনেমা হলে টিকেটের সঙ্গে বিরিয়ানি ফ্রি দিচ্ছে হল কর্তৃপক্ষ

Posted by on in বিনোদন 0
1st Image

হলে ছবি দেখলে প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকদের একপ্যাকেট করে বিরিয়ানি ফ্রি দিচ্ছে সিনেমা হল কর্তৃপক্ষ। দর্শক টানতে এই অভিনব কৌশল অবলম্বন করেছে বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল কর্তৃপক্ষ। হলটিতে গিয়ে সিনেমা দেখলেই দর্শকরা সঙ্গে পাচ্ছেন এক প্যাকেট বিরিয়ানি। বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে ফলে হলে দর্শক সমাগমও বাড়ছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহরে ঈসা খান নামের এক ব্যক্তির মালিকানায় ঝংকার সিনেমা হলটি ১৯৮৪ সালে নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে পর্যাপ্ত ব্যবস্থাপনায় সিনেমা প্রদর্শনী না হওয়ার কারণে সিনেমা হলটিতে দর্শক কমতে থাকে। পরবর্তীতে ২০১৪ সালে দর্শক শূন্যতায় হলটিতে সিনেমা প্রদর্শন বন্ধ হয়। দীর্ঘ এক দশক পর গত ২০ এপ্রিল থেকে আবারও ঝংকারে সিনেমা প্রদর্শন শুরু করে হল কর্তৃপক্ষ। আবার দর্শক টানতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হলটির ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন।