লোহিত সাগরে ৩৩ অভিবাসনপ্রত্যাশীর নৌকা ডুবে মৃত্যু

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

গত বুধবার লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। বিবিসির খবর অনুসারে সেখান থেকে ২০ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে আর বাকীরা নিখোঁজ। লোহিত সাগর পাড়ি দিয়ে তারা ইয়েমেন থেকে ইথিওপিয়ায় যাচ্ছিল ৭৭ অভিবাসনপ্রত্যাশী  এমনটাই জানায় জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা । তাছাড়া জিবুতি কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তা ইস ইইয়াহ ডুবে যাওয়া নৌকা সম্পর্কে একই কথা বলে। 

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার প্রত্যক্ষদর্শীরা উদ্ধারকারীরা ২০ জনেরও বেশি লোককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তাদেরকে পরে জিবুতির উপকূলে গডোরিয়া শহরে চিকিৎসা দেওয়া হয় এবং পরে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম তাদের ইথিওপিয়ায় প্রত্যাবাসনের ব্যবস্থা করে।