ইউপিডিএফের ডাকে রাঙামাটিতে টায়ার জ্বালিয়ে সড়ক ও নৌপথে অবরোধ
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে রাঙামাটি শহর ছাড়া জেলার অন্যান্য স্থানে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ পালিত হচ্ছে। যার ফলে রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে কোনো যানবাহন চলছে না। সকালের দিকে অবরোধকারীরা রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক এবং নানিয়ারচর সড়কের টিঅ্যান্ডটি বাজার এলাকায় টায়ার জ্বালায়। ফলে কতুকছড়ি, সাপছড়ি এলাকাসহ বিভিন্ন এলাকার সড়কও অবরোধ রয়েছে।
জানা যায়, কেএনএফবিরোধী যৌথ অভিযানের নামে বান্দারবানে ‘নিরীহ’ মানুষ হত্যা, গণগ্রেপ্তার, আটক, হয়রানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার ওপর বিধিনিষেধের প্রতিবাদে এ অবরোধের ডাক দেয়া হয়। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রাঙামাটি শহর এলাকায় সড়ক ও নৌপথ অবরোধ পালনের ঘোষণা দেয় ইউপিডিএফ এরপর থেকেই উপরোক্ত অঞ্চল সহ বাঘাইছড়ি উপজেলার দীঘিনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কেও অবরোধ পালিত হচ্ছে। সেখানেও কোনো ধরনের যানবাহন চলাচল করছে না।