যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বিমান আটকে দিল কুমির, ভিডিও ভাইরাল
গত সোমবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ঘাঁটিতে একটি কুমিরের দেখা যায় মার্কিন বাহিনীর একটি সামরিক বিমানের উড্ডয়ন আটকে দিয়ে আলোচনায় আসে। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার ম্যাকডিল বিমানবাহিনীর ঘাঁটির রানওয়েতে একটি কুমিরটি দেখা যায়। জ্বালানি সরবরাহের দায়িত্বে থাকা একটি বিমানের সামনে এটি অবস্থান নেয়। সেখান থেকে সরতে নারাজ ছিল কুমিরটি।
এ সংক্রান্ত একটি ভিডিও এক্সে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, রানওয়েতে দাঁড়িয়ে থাকা জ্বালানিবাহী বিমানটির চাকার সামনে অবস্থান নেয় কুমিরটি। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাকর্মীরা ছুটে আসেন। ভিডিওতে দেখাযায় সেখানে কুমিরটি আরাম করছিল। কর্মকর্তারা হাঁকডাক করলেও কোনভাবে সেটি সরছিল না।
এদিকে কুমিরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যুদ্ধবিরোধী কুমিরের’ উপাধি পেয়েছে। নেটিজেনরা কুমিরকে বাহবা দিয়ে পোস্টটি শেয়ার করছেন এবং বলছেন, প্রাণীরাও যুদ্ধ চায় না। যুদ্ধবাজ যুক্তরাষ্ট্রের সামরিক বিমান আটকে দিয়ে চমৎকার কাজ করেছে কুমিরটি।
পরবর্তীতে কুমিরটিকে তিন নিরাপত্তাকর্মী দড়ি দিয়ে বেঁধে আটক করে নিয়ে যান এবং সেটিকে নিরাপদে পাশের হিলসবরো নদিতে ছেড়ে দেওয়া হয়।
ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনকে এ কাজের জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাকডিল এয়ার ফোর্স এক্সে জানায়, আমাদের নতুন এয়ারম্যানকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। তারা প্রাণীটিকে সরিয়ে নিয়ে বিপদমুক্ত করেছে।