আসছে নতুন সিদ্ধান্ত, ক্ষতি পোষাতে শনিবারও খোলা থাকবে স্কুল

Posted by on in বাংলাদেশ 0
1st Image

তীব্রতাপদাহে গত রবিবার থেকে এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ দেয়া হয়,  ছুটি শেষে ২৮ এপ্রিল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। এ ছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাছাড়া ক্ষতি পোষাতে  ৪ মে থেকে শনিবারও শ্রেণি কার্যক্রম চালু রাখা হবে বলে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়। 

স্কুল খুললেও শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের বাইরের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে। স্কুল খুললেও শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের বাইরের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে। স্কুল বন্ধের পর পরই  তীব্র তাপদাহের কারণে বন্ধ ঘোষণা করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাস। তবে স্কুল খুললেও পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস বন্ধ থাকবে বলেও জানানো হয়।