এপ্রিল শেষেই নামবে স্বস্তির বৃষ্টি

Posted by on in বাংলাদেশ 0
1st Image

তীব্র গরমে হাঁসফাঁস মানুষের অবস্থা। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্য তিন দিনের হিট এলার্ট বাড়ায় আবহাওয়া অধিদপ্তর, সাথে দেশের নানান জায়গায় হিটস্ট্রোকে মানুষ মারা যাবার খবরতো আছেই। এই দুর্দশার মধ্যে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর, জানায় আগামী মাসের শুরু থেকেই দেশের বেশিরভাগ জায়গায় নামতে পারে বৃষ্টি।  আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ বলেন, আসছে মে মাসের শুরুতে কমবে তাপমাত্রা এবং ঐমাসের দুই তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আজ শুক্রবার তিনি এখবর জানান। 

তবে এর আগেই লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এদিন (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিসের সবশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়।

তবে বর্তমান চলতি মাসে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলেও জানানো হয়।