পাঁচ জনের সঙ্গে এক ঘরে, দুঃখময় অতীত নেহা কক্করের
বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর।। বর্তমানে খ্যাতির চূড়ায় থাকলেও কোনো না কোনো ইস্যুতে তাকে নিয়ে ট্রল করেন নেটিজেনরা। পারিবারিক দুর্দশা, কষ্টে নিয়ে তাকে বেড়ে উঠতে হয়েছে ছোটবেলা থেকেই। এমনকি এক ঘরে থাকতে হয়েছে পরিবারের পাঁচজনকে নিয়ে।
নেহা কক্করের জন্ম ১৯৮৮ সালের ৬ পরে জুন ভারতের উত্তরাখণ্ডে। নিম্নবিত্ত পরিবারের সাধারণ মেয়ে ছিলেন এই সংগীতশিল্পী। তার ছোটবেলা কেটেছে অভাব অনটনের মধ্য দিয়ে। বিভিন্ন সাক্ষাৎকারে সেই দিনগুলোর গল্প বলেছেন নেহা। একটা সময় পরিবার-সহ দিল্লি চলে যান রোজগারের কারণে। তখন একটি মাত্র ঘরে দুই ভাইবোন এবং বাবা-মায়ের সঙ্গে থাকতেন নেহা।
নেহা পড়াশোনা করেন দিল্লির উত্তম নগরের নিউ হলি পাবলিক স্কুলে। পরবর্তীতে গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। পরে, যখন তিনি একাদশ শ্রেণিতে পড়েন, তখন সিঙ্গিং রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর সিজন ২-এ প্রতিযোগী হিসাবে উপস্থিত হন এবং তারপরে বলিউডে তার গানের যাত্রা শুরু করেন। পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট গান দর্শকদের মধ্যে সারা ফেলে।
এতো জনপ্রিয়তার মাঝেও পুরোনো স্মৃতি আজও ভোলেননি নেহা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত বছর দুটি ছবি শেয়ার করেন তিনি। ছবি দুটির মধ্যে একটিতে দেখা যায়, গ্র্যান্ড বাংলোর বাইরে পোজ দিচ্ছেন। অপরটিতে, পুরোনো বাড়ির পাশে দাঁড়িয়ে। নেহা কক্করের জীবন কতটা বদলে গেছে সেটাই বুঝাতে চেয়েছেন ছবি দুটির মাধ্যমে। অতীতের সেই দুঃখময় স্মৃতিকে আজও স্মরণ করেন তিনি। অনেকে মনে করেন হয়ত এ কারণে কারো জীবন সংগ্রামের কথা শুনলে তার চোখ ভিজে যায়।