প্রযোজকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাঙালি অভিনেত্রীর

Posted by on in বিনোদন 0
1st Image

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়। ‘ইয়ে হ্যায় মহাব্বতে’ ধারাবাহিকের মাধ্যমে নজর কেড়েছিলেন তিনি। পরে তিনি ‘শুভ সগুন’ ডেইলি সোপে কাজ করেছেন। তবে এই ধারাবাহিকে কাজ করার পর
রীতিমত আতঙ্কে রয়েছেন এই বাঙালি অভিনেত্রী। ধারাবাহিকের প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী। আর এই ধারাবাহিকের পর থেকে আপাতত এই সিনে জগৎ থেকে দূরেই আছেন তিনি।
কৃষ্ণা মুখোপাধ্যায়
বলিউডে আর পাঁচজন অভিনেত্রীর মতোই স্বপ্নসফল করতে এসেছিলেন এই বাঙালি অভিনেত্রী। কিন্তু এখানে এসে এমন ভয়াবহ কিছুর শিকার হতে হবে কে জানত! সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে কৃষ্ণা তার ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। সেই পোস্টার মাধ্যমে তিনি জানান, মেকআপ রুমে তাকে অসুস্থ অবস্থায় আটকে রাখা হয়েছিল। এমনকি পাঁচ মাসের বেতন পর্যন্ত দেওয়া হয়নি তাকে। প্রাপ্য টাকা পাওয়ার বদলে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হয়েছে প্রযোজকের পক্ষ থেকে।

তিনি জানান, এতদিন এই ভয়েই না পেরেছেন মুখ খুলতে, আর না পেরেছেন নতুন ধারাবাহিকের সঙ্গে চুক্তিবদ্ধ হতে। ভাবতেন, আবার যদি তার সঙ্গে একই ঘটনা ঘটে। একা একাই ঘরে কেঁদেছেন।