পরীমনি বর্তমানে সিঙ্গেল, তবে একা নন
সিনেমার গল্পকেও হার মানায় ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জীবনকথা। মাদককাণ্ড, মামলা-মোকদ্দমা, জেলবাস, সম্পর্ক, বিয়ে, সন্তান, বিচ্ছেদ—সবকিছু নিয়েই থাকেন আলোচনা-সমালোচনায়। তবে বর্তমানে আলোচিত এই নায়িকার দিনকাল বেশ ভালোই যাচ্ছে। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ছেলে রাজ্যকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন অভিনেত্রী পরীমনি। বর্তমানে তিনি সিঙ্গেল আছেন। তবে এখন তিনি ব্যস্ত সময় পার করছেন অভিনয় ও মামলা নিয়ে। ছেলেকেও পর্যাপ্ত সময় দিচ্ছেন। তিনি জানান, সিঙ্গেল জীবন উপভোগ করছেন।
সবকিছু পেছনে ফেলে তিনি পুরোপুরি অভিনয়ে মনোযোগী হন। একের পর এক ছবিতে কাজ শুরু করেন। বর্তমানে কলকাতায় তার অভিষেক সিনেমা ‘ফেলুবক্সী’র শুটিংয়ে ব্যস্ত পরীমনি। সম্প্রতি আবারও আলোচনায় পরী। সিনেমা নয়, এবার মাদককাণ্ড নিয়েই বেশি চর্চিত হচ্ছেন নায়িকা। বছরখানেক আগে বোট ক্লাবে মাদককাণ্ড ও মারামারিতে জড়ানোর অভিযোগ আমলে নিয়েছেন আদালত। তবে পরীমনি আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করছেন।
নিজের খারাপ সময়েও বিচলিত হচ্ছেন না তিনি। বর্তমান সময়টাকে তিনি উপভোগ করছেন। তিনি কলকাতায় সিনেমায় অভিনয় করে তৃপ্ত। নিজের ছেলেকে সময় দিচ্ছেন। পরীমনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার মতো মানসিকতা তৈরি হয়েছে তার। আমি কোনো কিছুতেই বিচলিত নই। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলানোর মতো পরিণত হচ্ছি আমি। আর মা হয়েছি বলে তো আরও শান্ত থাকছি।
এদিকে পরীমনি ‘ডোডোর গল্প’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। তিনি এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং তার বিপরীতে অভিনয় করছেন নায়ক সাইমন সাদিক। সরকারি অনুদানের ছবিটি পরিচালনা করেছেন রেজা ঘটক। এর বাইরে দ্রুতই ‘খেলা হবে’ নামক একটি সিনেমাতেও কাজ করার কথা রয়েছে এ নায়িকার।