শাকিবের তৃতীয় বিয়ে, বুবলীর চ্যালেঞ্জ
চিত্রনায়ক শাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এ নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে। ইতোমধ্যে তার পরিবার থেকেও নাকি বিয়ের তোড়জোড় চলছে। আর শাকিবও চান বাবা-মায়ের পছন্দে বিয়ে করতে। গত শনিবার (২৭ এপ্রিল) হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোচ্ছে শাকিবের। আর এ কারণে অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছেন না শাকিব খানের পরিবার।
এদিকে শাকিব খান তিন নাম্বার বিয়ে করতে যাচ্ছেন এ খবরে ক্ষেপেছেন অভিনেত্রী শবনম বুবলী। আবার অন্যদিকে অভিনেত্রী অপু বিশ্বাস নীরব থাকলেও ভিতরে ভিতরে ক্ষোভ প্রকাশ করেছেন।
শবনম বুবলীর দাবি, শাকিব আগে নিজের পূর্বের স্ত্রীদের সঙ্গে সমস্যা মিটিয়ে তারপর না হয় তিন নাম্বার বিয়ে করবে। এদিকে শাকিব খান ইস্যুতে চ্যালেঞ্জ দিয়েছেন শবনম বুবলী। ব্যক্তিগত ইস্যুতে খবরের শিরোনাম হওয়ায় তিনি এই চ্যালেঞ্জ দিলেন। তিনি জানান, শাকিব ইস্যুতে তিনি কোনো মিথ্যা কথা বলেননি। গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্যই দিয়েছেন বুবলী। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আইনগতভাবে আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী।’
রবিবার(২৮ এপ্রিল) শাকিব খানের সাথে সম্পর্কের বিষয়ে মিথ্যাচার বিষয়ে গণমাধ্যমকে বুবলী বলেন, 'আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনোই মিথ্যাচার করিনি, যা নিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি। আর মিথ্যাচার করে আমার কী লাভ হবে আপনারাই বলুন? আপনাদের দোয়ায় আমি নিজেই প্রতিষ্ঠিত। চাঁদের মতো আমার সন্তান শেহজাদ আছে। আমার বাবা-মায়ের ভালোবাসা আছে আমার সাথে। তাই আমার জীবনে তো নতুন করে চাওয়া-পাওয়ার কিছুই নেই।’
এদিকে শাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছেন, শাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।এ প্রসঙ্গে বুবলী বলেন, 'ভবিষ্যতে কেন? আমি চাই এখনই আইনগত ব্যবস্থা নেয়া হোক, তাহলে আমি যে কোনো মিথ্যাচার করিনি, ওটাও আমি প্রমাণসহ আইনিভাবে তুলে ধরতে পারব।'