মালদ্বীপে ভারতীয়দের সাথে স্থানীয়দের সংঘর্ষ, আহত ২ এবং আটক ১

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

আজ মঙ্গলবার মালদ্বীপের সংবাদমাধ্যম নিউজ পোর্টাল আদহাদুর একটি প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপের রাজধানী মালের কাছে স্থানীয় এবং ভারতীয়দের একটি দলের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। 

যদিও সংঘর্ষের ঘটনায় শুধু একজন মালদ্বীপের নাগরিককে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯ টার দিকে মালে থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তর-পূর্বে হুলহুমলে সেন্ট্রাল পার্কের কাছে এই সংঘর্ষ ঘটে।

উল্লেখ্য যে, বর্তমান চলমান ভারত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এটি ঘটে। যদিও প্রতিবেদনে আহত ব্যক্তিদের জাতীয়তা উল্লেখ করা হয়নি। আহতদের হুলহুমলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পার্কের ভিতরে সংঘর্ষের বিষয়টির তদন্ত চলছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

সূত্র : টাইমস্ নাও নিউজ