আগামীকাল বৃষ্টি হবে যে সকল জেলায়

Posted by on in বাংলাদেশ 0
1st Image

আজ শুক্রবার রাতে ঢাকার আশেপাশে জেলা গুলোতেও হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। তবে সামগ্রিকভাবে তাপপ্রবাহ হ্রাস পেতে যেই ধরনের বৃষ্টির দরকার—সেটি দেশের পশ্চিমাঞ্চল হয়ে আসতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামীকাল দেশের যেসকল জেলায় বৃষ্টি হতে পারে:
রাতের মধ্যে- ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, মাগুরা, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় বৃষ্টি হতে পারে। 
এছাড়াও সকালে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর জেলায় বৃষ্টি হতে পারে।
এদিকে গতকাল থেকে ঢাকার তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সারা দেশেও তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেয়েছে। ঢাকাসহ দেশের বেশ কিছু স্থানে আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা কিছুটা কমেছে। আগামীকাল সকালের পর থেকে সারা দেশে তাপমাত্রা আগের থেকে কিছুটা কম থাকবে।