গ্রামণফোন ব্যবহরকারী সকল গ্রাহেকদের জন্য সুখবর

Posted by on in তথ্যপ্রযুক্তি 0
1st Image

আজ বৃহস্পতিবার (২ মে) সন্ধায় সব ধরনের রিচার্জে মেয়াদ বাড়িয়ে গণমাধ্যমকে বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এতে বলা হয়, এখন থেকে গ্রামীণফোনের ২০ থেকে ৪৯ টাকা রিচার্জের ক্ষেত্রে মেয়াদ হবে ৩৫ দিন, যা আগে ছিল ১৫ দিন। ৫০ থেকে ১৪৯ টাকা রিচার্জের মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৪৫ দিন এবং ১৫০ থেকে ২৯৯ টাকা রিচার্জের মেয়াদ ৪৫ দিন থেকে বাড়িয়ে ৬৫ দিন করা হয়েছে।

এছাড়াও এ ছাড়া ২৯৯ টাকার বেশি যে কোনো রিচার্জের মেয়াদ হবে ৩৯৫ দিন।

গ্রাহক সব ধরনের প্রিপেইড গ্রাহক ইলেকট্রনিক রিচার্জ সিস্টেম (ইআরএস), মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অনলাইন রিচার্জের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন। রিচার্জের মেয়াদকাল রিচার্জের দিন থেকে শুরু হবে।