ইসরায়েলের সাঙ্গে সব ধরণের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

গাজায় নৃশংস হামলা চালিয়ে সেখানে মানবিক সংকট তৈরির জেরে ইসরাইলের সঙ্গে সবরকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক। গতকাল বৃহস্পতিবার (২ মে) মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানায় তুরস্কের দুই কর্মকর্তা। তারা বলেছেন, ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না এবং যাচ্ছেও না।

এক খবরে অনলাইন বিবিসি জানায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, যতোদিন গাজা উপত্যকায় পর্যাপ্ত মানবিক সাহায্য প্রবেশে অবরোধ উঠিয়ে না নিবে ততদিন এটি অব্যহত থাকবে।

এই ঘোষণার পর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে এক্সে একটি পোষ্টে লিখেছেন, বন্দর দিয়ে ইসরায়েলি পন্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করছেন।

তিনি আরও বলেন, “স্বৈরশাসক এমন ব্যবহার করে থাকে। তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি।

অনলাইন বিবিসিতে জানা যায়,  দুদেশের মধ্যে গত বছর প্রায় ৭০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। তবে গাজায় নির্বিচারে বেসামরিক মানুষ হত্যা এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ সহায়তা ঢুকতে বাধা দেয়ায় তেল আবিবের সঙ্গে বাণিজ্য বাতিলের নীতি গ্রহণ করে আঙ্কারা।

তুরস্কের এমন কাজের ফলে হতভম্ব দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক্সে এ ব্যাপারে লিখেছেন, “তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজে বের করতে আমি ইসরায়েল আইএমএফ-এর মহাপরিচালককে সংশ্লিষ্ট পার্টির সঙ্গে তাৎক্ষণিকভাবে কাজ শুরুর নির্দেশনা দিয়েছি। এছাড়া তাকে স্থানীয় উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে পণ্য আমদানির জন্য বলেছি। ইসরায়েল শক্তিশালী ও ভয়ঙ্কর অর্থনীতি হিসেবে আবির্ভূত হবে। তারা হারবে আমরা জিতব। ”

আস্তে আস্তে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিকে আগাচ্ছে একের পর এক দেশ গত বুধবার কলম্বিয়ার পর এবার যুক্ত হলো তুরস্ক।