এসএসসির ফল প্রকাশ ১২ই মে, ফলাফল জানবেন যেভাবে

Posted by on in বাংলাদেশ 0
1st Image

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে জানা গেছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১২ই মে প্রকাশিত হবে। সেদিন  সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে  শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন। এ সময় তার সঙ্গে উপস্থিত থাকবেন ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। শেখ হাসিনা ১২ই মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা চিঠিতে সই করেছেন।

ফলাফল জানবেন যেভাবে, মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ—SSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।