তাইওয়ানের চারিপাশে চীনের ২৬ বিমান ও পাঁচ জাহাজ শনাক্ত
আজ শুক্রবার অনলাইন দ্য স্ট্রেইটস টাইমস তাদের এক খবরে জানায়, তাইওয়ানের চারপাশ ঘিরে চীনের ২৬ বিমান ও পাঁচটি জাহাজ শনাক্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণলয়।
খবরে আরও বলা হয়, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে দ্বীপটির চারপাশে টহল দেওয়া এসব বিমানের অন্তত ১৭ টি বিমান তাইওয়ান প্রণালী সীমান্ত আদিজে প্রবেশ। মূলত তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তের অভিষেক হওয়ার কয়েক সপ্তাহ আগে এই অভিযান চালিয়েছে চীন। আগামী ২০ মে তাইওয়ানের রাষ্ট্র পরিচালনায় অভিষেক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রপন্থী এই নেতা।
ফলে বেইজিং যুক্তরাষ্ট্রপন্থী লাই কে একজন বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে বিবেচনা করে।
প্রায় ১৮০ কিলোমিটার বিস্তৃত এই প্রণালীটি তাইওয়ানকে চীন থেকে পৃথক করে কিন্তু চীন তা নিজেদের ভূখণ্ড বলে দাবি করলে তাইওয়ান সে দাবি প্রত্যাখ্যান করায় উত্তেজনা চরমে ওঠে বেইজিং এবং তাইপের। বিশেষ করে জানুয়ারিতে তার ভাইস-প্রেসিডেন্ট লাই এবারের নির্বাচনে দ্বীপটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এই উত্তেজনা আরো বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।