গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: ৩ জন বরখাস্ত

Posted by on in বাংলাদেশ 0
1st Image

শুক্রবার (৩ মে) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে গাজীপুরের জয়দেবপুরে দুই ট্র্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্টেশন মাস্টারসহ মোট তিন জনকে বরখাস্ত করা হয়েছে। 

ঘটনায় দুটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে মেরামত শুরু করার পর দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঘটনা সম্পর্কে জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, সিগন্যালম্যানের ভুলের কারণে টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী ট্রেনের এ সংঘর্ষ ঘটে। শুক্রবার থাকায় কমিউটার ট্রেনটিতে তেমন যাত্রী না থাকায় হতাহতের সংখ্যা কম হয়েছে। কমিউটার ট্রেনের লোকোমাস্টারসহ (ট্রেনের চালক) সাত জন আহত হয়েছেন। 

ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে তদন্ত কমিটিতে সিওপিএস শহীদুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের আঞ্চলিক কমিটি ও রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী (সিগন্যাল ও টেলি কমিউনিকেশন) সৌমিক শাওন কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।