পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত সরকার

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

আজ শনিবার ভারতের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেয়ার কথা জানিয়েছে। প্রায় ছয় মাস পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য ৫৫০ ডলার নির্ধারণ করেছে।  সরকারের এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

গত মার্চ মাসের শেষ দিকে পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এতে বিপাকে পড়েছিলো চাষিরা। জানা যায়, এপ্রিল মাসে ওই রাজ্যের কিছু পাইকারি বাজারে প্রতি ১০০ কেজি পেঁয়াজের দাম ১ হাজার ২০০ রুপিতে নেমে আসে; গত ডিসেম্বর মাসে যে দাম ছিল ৪ হাজার ৫০০ রুপি। নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই মহারাষ্ট্রের চাষিরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন। তবে এবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পেঁয়াজের দাম স্বাভাবিকভাবেই বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে কিছুটা স্বস্তি লাভ করবে চাষিরা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, যদিও নিষেধাজ্ঞা থাকাকালেও ভারত সরকার সীমিত আকারে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব-আমিরাত সহ কয়েকটি দেশে পেঁয়াজ রপ্তানি করেছে। কিন্তু সিংহভাগ পেয়াজ রাপ্তানি না হওয়ায় চাষী সহ ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোওর তুপের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে।