সরকারের সমালোচনা কনটেন্ট ও ভিডিও সরাতে গুগলকে বাংলাদেশের অনুরোধ

Posted by on in বাংলাদেশ 0
1st Image

পুলিশ এবং বিচার বিভাগসহ সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ২০২৩ সালের শেষ ছয় মাসে ২ হাজার ৯৪৩টি কনটেন্ট সরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে অনুরোধ করেছে  বাংলাদেশ। এরমধ্যে রয়েছে ৫২ শতাংশ সরকারের সমালোচনা ক্যাটাগরির কন্টেন্ট ও ১৭৫টি মানহানি সংক্রান্ত ভিডিও। এর সিংহভাগই গুগল মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে প্রকাশিত ভিডিও।

গত বছরের শেষের ছয় মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এসব কনটেন্ট সরাতে সব থেকে বেশি অনুরোধ করেছে তথ্য ও যোগাযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ইত্যাদি। পাশাপাশি পুলিশ, বিচারিক আদালত এবং অন্যান্য সংস্থাও।

সাম্প্রতি স্বচ্ছতা একটি  প্রতিবেদনে গুগোল জানায়, এসব অনুরোধের ৫৮ দশমিক ৬ শতাংশের ক্ষেত্রে কোনো ব্যবস্থাই নেয়নি তারা এবং ২০১১ সাল থেকে সরকারের পক্ষ থেকে আসা মোট তিন হাজার ৭৬৬টি  অনুরোধের বিস্তারিত প্রকাশ করে আসছে গুগল।