ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

Posted by on in বাংলাদেশ 0
1st Image

গতকাল (৬ মে) দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাতে গিয়ে চট্টগ্রাম নগরের চকবাজার থানা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সরকারি  হাজী মুহসীন কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈম বলেন, ‘ফিলিস্তিন ইস্যুতে কেন্দ্রঘোষিত একটি কর্মসূচি ছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজে জাতীয় পতাকা উত্তোলন করি। এরপর কলেজ থেকে পদযাত্রা নিয়ে বের হয়ে দেব পাহাড় ঘুরে আবার কলেজে আসার পথে চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহেদের নেতৃত্বে আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় আমরা মামলা করবো।

তিনি আরো বলেন, ‘কেন হামলা করছে বুঝে উঠতে পারছি না। হামলাকারীরা সবাই বহিরাগত, মহসীন কলেজের কেউ না।’ 

তবে টেম্পু ভাড়া করাকে কেন্দ্র করে মহসীন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন চকবাজার থানা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম। তখন সংঘর্ষে মুহসীন কলেজ ছাত্রলীগের ৯জন ও চকবাজার থানা ছাত্রলীগের তিনজন নেতাকর্মী আহত হয়েছেন।

এই বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন বলেন, কথা-কাটাকাটির জের ধরে সামান্য মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেউ আহত হওয়ার সংবাদ পাইনি। কাউকে আটকও করা হয়নি।’